নোয়খালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীণ বরণ রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন বাংলানিউজের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীদের রোববার সকাল ৯টার আগের নিজ নিজ বিভাগে উপস্থিত হওয়ায় আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানানো হয়, ২০১৪-১৫ সেশনে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে প্রথম ১৫ (পনের) দিনের মধ্যে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
এদিকে ক্লাস ও ওরিয়েন্টশন হওয়ার আগেই নতুন ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাস ও এর আশেপাশের বিভিন্ন মেসে আসতে শুরু করেছে। তবে চলতি সেশনে কোনো ছাত্র-ছাত্রী আবাসন সুবিধা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএইচ