ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রির ফল প্রকাশ, পাশের হার ৭১.৪৯ শতাংশ

রাজীব সরকার, গাজীপুর, শ্রীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ডিগ্রির ফল প্রকাশ, পাশের হার ৭১.৪৯ শতাংশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।



পরীক্ষায় ডিগ্রি প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫০৭ জনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এছাড়া তৃতীয় বা চূড়ান্ত বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ লাখ ৩৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

এদিকে সার্টিফিকেট কোর্সে দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষায় গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।

সারাদেশের ৬৮১ কেন্দ্রে ১ হাজার ৬৮১টি কলেজে সর্বমোট ৫ লাখ ৩২ হাজার ০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৮ এপ্রিল থেকে ২০ জুন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীর রোল ও কলেজ অনুযায়ী ফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫, আপডেট ২১০৬
আইএ

** রাতে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
** ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।