ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু বৃহস্পতিবার

গাজীপুর: ভর্তি পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (অনার্স) ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার (০১ অক্টোবর) থেকে শুরু হবে।

অনলাইনে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।



বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

এবার ভর্তির আবেদন ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ফয়জুল করিম।

নির্দেশিকাসহ ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.edu.bdwww.nubd.info ঠিকানায় জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।