ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ফাঁসকৃত প্রশ্নে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এসময় ভর্তি প্রক্রিয়া বন্ধ ও ফাঁসকৃত প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে ভর্তিচ্ছুরা।

ধারাবাহিক আন্দোলনে সকাল থেকে ক্যাম্পাসে এসে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় ক্যাম্পাসে পুলিশ সদস্যরা অবস্থান করছিল। তবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, কলেজের ছাত্রশাখা থেকে জানিয়েছে, স্বাভাবিক নিয়মে কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে ও কোনো ধরনের ঝামেলা ছাড়াই শিক্ষার্থীরা তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। ভর্তি প্রক্রিয়া বাতিল করা না হলে পরবর্তীতে আমরণ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।