ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউনেস্কোর সঙ্গে জাবির সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ইউনেস্কোর সঙ্গে জাবির সমঝোতা চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা ও গবেষণা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাবির কাউন্সিল কক্ষে এ সমঝোতা চুক্তি সই হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং ইউনেস্কোর পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যাংকক অফিসের পরিচালক জুয়াং জু কিম সই করেন।

চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষা পদ্ধতি, গবেষণা কর্মকাণ্ড এবং শিক্ষা কারিকুলামে ইউনেস্কোর বিশেষ সহায়তা পাবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ডা. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।