ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে পুনরায় পরীক্ষার দাবিতে লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
মেডিকেলে পুনরায় পরীক্ষার দাবিতে লিফলেট বিতরণ ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষার দাবির সমর্থন আদায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেছেন।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।



ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের অন্যতম সমন্বয়কাকারী মো. আয়াত উল্লাহ বাংলানিউজকে এ কার্যক্রমের বিষয়ে জানান।

তিনি জানান, তিন থেকে চার সদস্যের প্রতিনিধিদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুনন্নেসা স্কুল, হলিক্রস স্কুলে সকাল ১০টা থেকে লিফলেট বিতরণ শুরু হয়।

এছাড়া নটরডেম কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ শহীদ মিনার এলাকার আশপাশের স্কুল ও কলেজে লিফলেট বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়াত উল্লাহ।

১২ অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের কেন্দ্রীয় শহীদ মিনারের গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১১,  ২০১৫
এফবি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।