ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৬ দফা দাবিতে শাবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
৬ দফা দাবিতে শাবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।



শাবিপ্রবি সহায়ক কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন ও সহায়ক পরিবহন সমিতি যৌথভাবে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

শাবি কর্মচারী সমিতির সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবির দুই শতাধিক কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

কর্মচারী সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বতন্ত্র পে-স্কেল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল, চাকরির বয়সসীমা ৬৫ বছর, পদোন্নতি, পোষ্য কোটা চালুকরণ, সিনেট ও সিন্ডিকেট পরিষদে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।