ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধীদের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইউল্যাব-এডিডি’র চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
প্রতিবন্ধীদের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইউল্যাব-এডিডি’র চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিবন্ধীদের উন্নয়ন, দারিদ্র্যদূরীকরণ ও টেকসই উন্নয়নে এক সঙ্গে কাজ করবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাব ক্যাম্পাসে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য (ভিসি) প্রফেসর ইমরান রহমান ও এডিডি’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম চুক্তিতে সই করেন।

প্রতিবন্ধীদের উন্নয়ন-দক্ষতা বাড়ানো, দারিদ্র্যদূরীকরণ ও টেকসই উন্নয়নে ইউল্যাব ও এডিডি একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। বিভিন্ন ক্ষেত্রে তারা উন্নয়নে অংশীদার হতেই একে অপরকে সহযোগিতা।

এ সময় উপস্থিত ছিলেন জুদিথা ওলমাকার, অধ্যাপক ড. হামিদুল হক, এডিডি’র পক্ষে আবদুস সালাম মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।