ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাকুন্দিয়ায় বাউবির ২৮ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
পাকুন্দিয়ায় বাউবির ২৮ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নকলের দায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
শুক্রবার (১৬ অক্টোবর) পাকুন্দিয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তাদের বহিষ্কার করা হয়।


 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন খান বাংলানিউজকে জানান, বাউবির পাকুন্দিয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকলের দায়ে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে ইংরেজি প্রথম পত্রে ২০ জন, দ্বিতীয় পত্রে ২ জন ও বিএসএস শাখার রাষ্ট্রবিজ্ঞানে ৬ জন।  
 
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার উপস্থিত ছিলেন।
 
এ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২৭০ জন এবং বিএসএস পরীক্ষায় ৪২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।