ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই পৌঁছে গেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই পৌঁছে গেছে ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই পৌঁছে গেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (২৮ অক্টোবর) মাতুয়াইলের একটি ছাপাখানায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বই ছাপানো কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের একথা জানান।



বই ছাপানো কার্যক্রম ও কাগজের মান দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নতুন বছরের শুরুর দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ছয়টি কমিটি নিয়মিত পরিদর্শনের কাজ করছে। এ পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি। এবার চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ১২৪টি বই ছাপানো হচ্ছে।

প্রাথমিক স্তরের এক শতাংশ বইও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বলে এ সময় জানান শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।