ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান প্রণয়নে চুক্তি স্বাক্ষর

ডিস্ট্রিক করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান প্রণয়নে চুক্তি স্বাক্ষর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর অগ্রবর্তী মাস্টার প্ল্যান প্রণয়নের চুক্তি বুধবার (২৮অক্টোবর) ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস ও মার্ক আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এর সঙ্গে স্বাক্ষরিত হয়েছে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এ চুক্তি স্বাক্ষর হয়।


 
এ মাস্টার প্ল্যানে সিনেট হল, সুপরিসর আইটি ভবন, ডরমেটরি ভবন, শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং রুম, ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরিচালক মো. আবু হানিফ, ডিডিসিএল এর পরিচালক এ কে এম নাসির উদ্দিন, মার্ক আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার ডিরেক্টর ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন, নিবার্হী প্রকৌশলী মো. মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫/আপডেট: ১৯৪০ ঘণ্টা
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।