ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বাঁধন’র দেড় যুগ পূর্তি : বশেমুরবিপ্রবি’তে আনন্দ র‌্যালি

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
‘বাঁধন’র দেড় যুগ পূর্তি : বশেমুরবিপ্রবি’তে আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’র দেড় যুগ পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বাঁধন পরিবার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারের আয়োজন করে তারা।



সেমিনারের আগে ‘আঠারোতে নাগরিক, আঠারোতেই রক্তদান, আঠারোতে বাঁধন, রক্তদানে বাঁচবে প্রাণ’ শ্লোগানকে সামনে রেখে সকাল ১১টায় আনন্দ র‌্যালি বের করে তারা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জয় বাংলা চত্বর ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়।

আনন্দ র‌্যালি ও রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।

এর আগে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় কেক কেটে বাঁধনের দেড় যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।