খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সপ্তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার (০৪ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
খুবি’র গণিত ডিসিপ্লিন বিভাগের উদ্যোগে এক নম্বর একাডেমিক ভবনে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় খুবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
অনুষ্ঠানে গণিত ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
ওইদিন অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় রেজিস্ট্রেশন, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় অলিম্পিয়াডের উদ্বোধনী ঘোষণা, বেলা ১১টায় গণিত বিষয়ে পরীক্ষা, বেলা ২টা ৩০ মিনিটে প্রশ্নোত্তর পর্ব, বিকেল ৪টায় ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমআরএম/টিআই