কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। শেষ হবে ২২ ডিসেম্বর।
সোমবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর 'এ’ ইউনিটেরমেধাক্রম অনুযায়ী ১ থেকে ১৭৫ জন, ‘বি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ২৫৭ জন এবং 'সি' ইউনিটের
বাণিজ্য শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে।
পরদিন ২১ ডিসেম্বর 'এ' ইউনিটের বিজ্ঞান শাখার ১৭৬
থেকে ৩৫০ জন, 'বি' ইউনিটের বাণিজ্য থেকে ১ থেকে ৫২ জন এবং 'সি' ইউনিটের মানবিক শাখায় ১ থেকে ১৬ জনের সাক্ষাৎকার নেওয়া হবে।
শেষদিন ২২ ডিসেম্বর 'বি' ইউনিটে বিজ্ঞান শাখার ১ থেকে ১৪১ জন এবং 'সি' ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ২৪ জনের সাক্ষাৎকার নেওয়া হবে।
সকাল ৯টা ৩০ মিনিটে থেকে সাক্ষাৎকার শুরু হবে।
এছাড়া কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
'বি' ইউনিটের বিজ্ঞান শাখা ও ‘সি' ইউনিটের কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সাক্ষাৎকার শেষে কুবিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৩ জানুয়ারি। চলবে ৭ জানুয়ারি পযর্ন্ত।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর