ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
সিলেটে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা ছবি : আবু বকর সিদ্দিকী/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল পেয়ে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। সিলেট নগরী জুড়ে সে আনন্দ ছড়িয়ে পড়েছে।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এসব পরীক্ষার ফল প্রকাশের পর সিলেটের অগ্রগামী বালিকা বিদ্যালয়ে সেই আনন্দঘন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করা হয়।

শিক্ষাজীবনের চেষ্টা আর শ্রমের বিনিময়ে অর্জিত ফলে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীর পদচারণা লক্ষ্য করা যায়।

আনন্দ ভাগাভাগি করতে একে অন্যকে জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায়। এ সময় মোবাইলে সেলফি তোলার বিষয়টি ছিলো চোখে পড়ার মতো।

ফল প্রকাশের পর থেকে মিষ্টির দোকানে দেখা যায় ভিড়। অভিভাবকরা বন্ধু ও স্বজনদের সঙ্গে সন্তানের সফল্যের কথা শেয়ার করতে ব্যস্ত হয়ে পড়েন। যেন অন্যরকম এক উৎসবে মেতেছে গোটা নগরী।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।