ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রামে পিইসি ও জেএসসিতে মেয়েরা এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কুড়িগ্রামে পিইসি ও জেএসসিতে মেয়েরা এগিয়ে ছবি: ফাইল ফটো

কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।



জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন।

অপরদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৭ জন।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ভবো শঙ্কর বর্মা বাংলানিউজকে বলেন, জেলায় এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২৩ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১ হাজার ১৭০ জন। পাসের হার ৮৮.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৭২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ের সংখ্যা ৯১৫ জন।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৯২৪ জন। পাসের হার ৯৭.৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ের সংখ্যা ১ হাজার ২৩৮ জন।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১,২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।