ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

লক্ষ্মীপুরে ১৮ লাখ নতুন বই পেলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
লক্ষ্মীপুরে ১৮ লাখ নতুন বই পেলো শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) জেলার ৫টি উপজেলায় ১৮ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।



এদিন, সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুরের কমলনগরের এসসি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব।

আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু প্রমুখ।

একই সময় বই উৎসবে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন।

দুপুর ১২টায় রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও রামগতি পৌর সভার নবনির্বাচিত মেয়র মেজবাহ উদ্দিন মেজু।

এদিকে, জেলার রায়পুর ও রামগঞ্জে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই নিয়ে বাড়ি ফিরেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।