ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বিকেলে

ঢাকা: ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার (১৩ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
পিএসসি’র একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।
 
গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১০ অক্টোবর। ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
 
দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
গত বছরের ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।