ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেধাবীদের বৃত্তি দেবে কোরিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মেধাবীদের বৃত্তি দেবে কোরিয়া

ঢাকা: স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে কোরিয়া সরকার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশি ৫ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়‍া হবে। ৩ বছর মেয়াদী স্নাতকোত্তর ও ৪ বছর মেয়াদী পিএইচডি কোর্স করতে আগ্রহী শিক্ষার্থীদের বয়সসীমা অবশ্যই ৪০ বছরের কম হতে হবে।

বৃত্তির আওতায় পূর্ণাঙ্গ টিউশন ফি, রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, মাসিক ভাতা, সেটেলমেন্ট ভাতা, ভাষা প্রশিক্ষণের খরচ, চিকিৎসা ভাতা রয়েছে।
   
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.bgd.mofa.go.kr, www.niied.go.kr ও www.gks.go.kr ঠিকানায় জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।