ময়মনসিংহ: জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ময়মনসিংহে আলোচনা সভা করেছে স্থানীয় কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা ও ব্রহ্মপুত্র রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
শনিবার (০৩ সেপ্টেম্বর) পৃথকভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে দুপুরে সংশ্লিষ্ট মাদ্রাসায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী।
এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ বিন সুরুজ, মাদ্রাসা শিক্ষক ইয়াকুব আলী, হেদায়েত, নজরুল, গভর্নিং বডির সদস্য বদিউজ্জামান প্রমুখ।
অপরদিকে, সকালে নগরীর নলেজ স্টেয়ার ফাউন্ডেশন পরিচালিত ব্রহ্মপুত্র রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ব্রহ্মপুত্র পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত ‘জিঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিকুল্লাহ।
রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোবারক হোসেন আজাদ, ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
জিপি/আইএ