ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার খুলছে জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
মঙ্গলবার খুলছে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ঈদুল আজহা উপলক্ষে টানা ১৩ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) খ‍ুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।


 
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে এ কথা জানান।

তিনি জানান, ঈদের ছুটি উপলক্ষে গত ৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবারো ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।

গত ৭ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শুরু হলেও হল আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।