ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভূক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শুরু হয়েছে।
 
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা চলবে সকাল ১১টা পর্যন্ত।

চ-ইউনিটে ১৩৫ আসনের ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৪৩জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৭৫ জন শিক্ষার্থী।

পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।