ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ অক্টোবর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর (সোমবার) পর্যন্ত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর (রোববার) পর্যন্ত। ৪ অক্টোবর থেকে শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত।

তিনি আরও বলেন, এবারের ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। কলা ও মানবিক অনুষদের ‘সি’ ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ২০ নম্বর থাকছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অন্য অনুষদভুক্ত ইউনিটগুলোতে (এ, বি, ডি, ই, এফ, জি, এইচ) ৮০ নম্বরের পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর থাকছে ২০ নম্বর।

এ, বি, সি, ডি, ই ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য ৫শ’ ৫০ টাকা ও এফ, জি, এইচ ইউনিটে আবেদন ফরমের মূল্য ৩শ’ ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (http://www.juniv.edu) ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।