ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিরপুর আমলা ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
মিরপুর আমলা ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর আমলা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও শিক্ষক সংকটের অবসান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম (এসডিএফ) ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ও কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র মিরুল হোসেন সজিব।

বক্তারা কলেজে দ্রুত অনার্স কোর্স চালু এবং শুন্য ও সৃষ্ট পদগুলোতে শিক্ষক নিয়োগের দাবি জানান। এ জন্য তারা ১৫ দিনের আলটিমেটাম দেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।