ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটে উত্তীর্ণ না হয়েও মেধা তালিকায় ৬৪০!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
ঢাবির ‘গ’ ইউনিটে উত্তীর্ণ না হয়েও মেধা তালিকায় ৬৪০!

ঢাকা বিশ্ববিদ্যালয়: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফলাফল নিয়েও উঠেছে নানা অসঙ্গতির অভিযোগ। মেধা তালিকায় নাম উঠেছে অনুত্তীর্ণদের।

এমনকি একই শিক্ষার্থীর নাম মেধা তালিকায় একাধিকবারও রয়েছে।

‘গ’ ইউনিটের ফলাফলে দেখা যায়, মিথুন রায় নামে এক শিক্ষার্থী (ভর্তি পরীক্ষার রোল নম্বর-৮৫০৭৮০) ইংরেজিতে পেয়েছেন ৮ দশমিক ৮৮, বাংলায় পেয়েছেন ১৪ দশমিক ১৬, হিসাব বিজ্ঞানে পেয়েছেন ১৬ দশমিক ৫৬, ব্যবস্থাপনায় পেয়েছেন ১৩ দশমিক ৪৪ এবং ফিন্যান্সে পেয়েছেন ১৪ দশমিক ৮৮।

ভর্তি পরীক্ষায় মোট ৬৭ দশমিক ৯২ নম্বর পাওয়ায় উত্তীর্ণ হতে পারেননি মিথুন। যদিও মেধা তালিক‍ায় ৬৪০তম অবস্থানে রয়েছে তার নাম।
এ ধরনের নানা অসঙ্গতির মুখোমুখি হচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশ‍াসন জানাচ্ছে, এবার ২ হাজার ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অথচ ওয়েবসাইটে দেখা যাচ্ছে, মেধাক্রমে ১০ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

রওনক জাহার চৌধুরী নামে এক শিক্ষার্থী (ভর্তি পরীক্ষা রোল-৮৩২৫৬৯) ভর্তি পরীক্ষায় মোট ১১৫ দশমিক ৪৬ পেয়েছেন। তারপরও মেধা তালিকায় তার নাম এসেছে। ওয়েব সাইটে তার অবস্থান রয়েছে ১০ হাজার ১০১ নম্বরে।

এসব অসঙ্গতি নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এসকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।