ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পবিপ্রবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পৃথক এক্সপ্রেস ফিডার লাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পৃথক এক্সপ্রেস ফিডার লাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকালে আলাদা ফিডার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখা থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পটুয়াখালীর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র (পটুয়াখালী সদর-চৌরাস্তা-বদরপুর) থেকে আট দশমিক পাঁচ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ শেষ হওয়ায় সরবারহ শুরু হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা।  

এদিকে, পবিপ্রবি ক্যাম্পাসে বিদ্যুৎ সমস্যার সমাধান হওয়ায় বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএস/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।