ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘বৃন্ত’র শীতবস্ত্র বিতরণ

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘বৃন্ত’র শীতবস্ত্র বিতরণ  সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘বৃন্ত’র শীতবস্ত্র বিতরণ

সাভারে সুবিধাবঞ্চিত অর্ধশত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃন্ত’।

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারে সুবিধাবঞ্চিত অর্ধশত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃন্ত’।

 

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত অর্ধশত শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (সিসিডি) এর শিক্ষাপ্রকল্প “বর্ণমালার” অধীনে পরিচালিত “অ আ ক খ” স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুবিধা দিয়ে আসছে। সংগঠনটি শিশুদের শিক্ষার উপকরণের পাশাপাশি তাদের সুস্থতা এবং সুন্দর স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে

এসময় স্কুলটির পরিচালক ডা নাজমুল হোসেন, ডা. সরোয়ার জাহান তুহিন, ডা. আবুল বাশার রনি, আল জাবীর চৌধুরী, বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হোসেন ফয়সাল,সভাপতি সাব্বির আহমেদ প্রিন্সসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।