ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
রাবিতে চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার রাবিতে চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার-ছবি: বাংলানিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বার্ষিক চারুকলা প্রদর্শনী। ২০১৭ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বার্ষিক চারুকলা প্রদর্শনী। ২০১৭ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নয় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় চারুকলা অনুষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা অনুষদ ভবনে এ প্রদর্শনী চলবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনুষদের ডিন প্রফেসর মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করবেন-প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

বিশেষ অতিথি থাকবেন-বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
তিনি আরো বলেন, এবারের প্রদর্শনীতে চারুকলা অনুষদের তিনটি বিভাগের ২৮৮ জন শিক্ষার্থী মোট ৩৭৯টি শিল্পকর্ম প্রদর্শন করবেন। এর মধ্যে চিত্রকলা ৭১টি, প্রাচ্যকলা ৬০টি, ছাপচিত্র ৫০টি, ডিজাইন ৫৪টি, কারুশিল্প ৪৭টি, শিল্পকলার ইতিহাস ৮টি, মৃৎশিল্প ৫৪টি ও ভাস্কর্য ৩৫টি।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অনুষদের শিক্ষক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী, ড. সুশান্ত কুমার অধিকারী, ড. আবদুস সোবাহান, আমিরুল ইসলাম, বনি আদম, নাজনীন আকতার, সুজন সেন ও মমতাজ পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।