ঢাকা: ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি ছিলো।
ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৮ শতাংশ। জিপিএ পেয়েছে পাঁচ হাজার নয়শ’ ৪৮ জন।
ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এদের মধ্যে এক লাখ ২৫ হাজার একশ’৬০ জন ছাত্র ( ৫০.৭১ শতাংশ) ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৫৮ জন (৪৯.২৯ শতাংশ)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর এ ফল প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবন থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমইউএম/এএটি/এসএইচ