ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘হিন্দি চেয়ার’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ঢাবিতে ‘হিন্দি চেয়ার’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশন্সের মধ্যে ‘হিন্দি চেয়ার’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরোফিন সিদ্দিক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ সময় ঢাবি’র উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই রবীন্দ্র চেয়ার রয়েছে।

এবার প্রতিষ্ঠা হলো হিন্দি চেয়ার। এক বছরের জন্য একজন বিশেষজ্ঞ এসে এখানে থেকে হিন্দি ভাষা নিয়ে কাজ করবেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, হিন্দি বিশ্বে চতুর্থ জনপ্রিয় ভাষা। সহজ সরল গঠন ও অন্য ভাষার সঙ্গে মিল থাকার কারণেই উত্তরোত্তর হিন্দি ভাষা আরও প্রসারিত হচ্ছে।

ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে আলোচনা পর্বে ইনস্টিটিউট পরিচালক ইফাত আরা মজিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হিন্দি ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও হিন্দি ভাষার ই- ম্যাগাজিন উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কেজেড/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।