ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

শিক্ষা

ছাত্রজোটের ধর্মঘটে ঢাবির ভবনে তালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২০, জানুয়ারি ৩০, ২০১৭
ছাত্রজোটের ধর্মঘটে ঢাবির ভবনে তালা প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে/ ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুন্দরবন রক্ষার দাবিতে হরতালে পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা লাগিয়ে দেয় ছাত্রজোটের নেতারা।

এতে বিশ্ববিদ্যালয়ের দুই ভবনে কোনো ধরনের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।



ছাত্রজোটের সমন্বয়ক ইকবাল কবীর বাংলানিউজকে বলেন, এই আন্দোলন কোনো আবেগ দিয়ে নয়। এটি সুন্দরবন রক্ষার আন্দোলন। সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে সেটা হরতালের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, ছাত্রজোট তালা লাগিয়েছে। আমরা তাদেরকে শিক্ষক এবং যাদের পরীক্ষা আছে তাদেরকে প্রবেশ করতে দিতে বলেছি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।