রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাদদেশে জাবিসাস নেতারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সাংবাদিক শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।
নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবাদিক শিমুল হত্যাসহ সব সাংবাদিক লাঞ্ছনার বিচার দাবি জানান। এসময় শিমুলের পরিবারকে দেখভাল করার দায়িত্ব যেনো সরকার নেয়, এরও দাবি জানানো হয়।
মানববন্ধনে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল কবির শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরিফ উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হাসান মাহমুদ ফয়সল, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বেলাল হোসাইন রাহাত, বর্তমান সভাপতি মওদুদ আহম্মেদ সুজন প্রমুখ।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, ছাত্র ফ্রন্ট জাবি শাখাসহ সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
ওএইচ/এসএনএস