ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় প্রাথমিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বগুড়ায় প্রাথমিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ/ ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি শাহনুর ইসলাম সজলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।


 
তিনি বলেন, কেবল ক্লাসের বই পড়লেই চলবে না। জ্ঞান অর্জনের জন্য অন্য বইও পড়তে হবে। পাঠ্য তালিকায় বিভিন্ন ধরনের উপন্যাস ও ভালো গল্পের বই রাখতে হবে।
 
এছাড়া অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা তরফদার, রেজওয়ানুল হক, আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, সদস্য রুবেল উদ্দিন মন্ডল, প্রধান শিক্ষক হুমায়রা দিল আফরোজ, প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি রওশন জিলাদার, শিক্ষক আজমল হুদা মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।