সোমবার (০৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সচিবালয়ে এ স্মারকলিপি জমা দেন তারা।
সংগঠনের সভাপতি কাজী রুহুল আমীন বাংলানিউজকে বলেন, ১৯৯৪ সালে পরিপত্রে রেজিস্টার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
আগামী ৩০ মার্চের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্টারককৃত সকল ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা না হলে শিক্ষক সমাজ আগামী ১২ এপ্রিল থেকে লাগাতার কর্মসূচি করবে বলে জানিয়েছেন রুহুল আমীন।
স্মারকলিপি পেশ করেন, সমিতির মহাসচিব মোখলেছুর রহমান, প্রধান উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এএম/বিএস