ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ২০, অনুপস্থিত ৭৬৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ২০, অনুপস্থিত ৭৬৫

বরিশাল: এইচএসসি’র ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বরিশাল শিক্ষাবোর্ডে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওইদিন শিক্ষাবোর্ডের ১১৬টি কেন্দ্রে মোট ৭৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শনিবার (০৮ এপ্রিল) বিকেলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট ৫৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ১৯ জন অংশ নেন।

তিনি বলেন, বহিষ্কৃতদের মধ্যে বরিশাল জেলায় ৬ জন, ঝালকাঠিতে ১ জন, পিরোজপুরে ২ জন, পটুয়াখালীতে ৩, বরগুনায় ২ ও ভোলায় ৬ জন রয়েছে।
 
এবছর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিতির গড় হিসেব ১ দশমিক ৪১ ভাগ। যা গত বছর অর্থাৎ ২০১৬ সালে ছিলো ১ দশমিক ৩১।
 
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।