রোববার (০৯ এপ্রিল) বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় বিভিন্ন স্কুলের মোট ১ হাজার ২৬১ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছেন।
যার মধ্যে জেলা পর্যায়ে মেধাবৃত্তি পেয়েছেন ৯৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ১ হাজার ১৬৩ জন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বলেন, কেবল মাত্র নিয়মিত ছাত্র/ছাত্রী এবং যারা জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে থেকেই মেধাবৃত্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, বৃত্তিপ্রাপ্তদের ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত দুই বছর সুযোগ-সুবিধা এবং অনুদান দেওয়া হবে। যারা মেধাবৃত্তি লাভ করেছেন তারা দুই বছর মেয়াদে প্রতি মাসে ৬শ’ টাকা করে এবং বছরে এককালীন ৯শ’ টাকা অনুদান পাবে। যারা সাধারণ বৃত্তি পেয়েছে তারা মাসিক হারে ৩৫০ টাকা এবং বছরে এককালীন অনুদান বাবদ আরও ৪৫০ টাকা করে পাবেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/জিপি/বিএস