রোববার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৮ মার্চ থেকে শুরু হয় পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস।
এদিকে, স্বর্ণ বিজয়ী সাগরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন জাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ বিষয়ে তিনি বলেন, এই অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অনেক ইতিবাচক। সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছ থেকে সেরা শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক পেয়েছেন। যাদের সবাই নারী। আমাদের অর্জনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
টিআই