ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সাংবাদিক হামলার শাস্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
শাবিপ্রবিতে সাংবাদিক হামলার শাস্তি দাবি শাবিপ্রবিতে সাংবাদিক হামলার শাস্তি দাবি-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, ঢাকা।

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।

গত ৮ এপ্রিল যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগ নামধারী কতিপয় সস্ত্রাসীর হামলায় আহত হন শাবিপ্রবি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের শাবিপ্রবি প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু ও সাধারণ সম্পাদক ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএফআই/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।