ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডুয়েটে ভর্তি পরীক্ষা ২১ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ডুয়েটে ভর্তি পরীক্ষা ২১ মে

গাজীপুর: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ এপ্রিল) ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০৩ মে পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও অনলাইনে আবেদন করা যাবে।

পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড/ কারিগরি শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

আবেদনকারীকে কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার/ অ্যাগ্রিকালচারে গড়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা ৪ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির জন্য ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার/ অ্যাগ্রিকালচার পরীক্ষায় ২০১৩ ও তার পরবর্তী সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৮০ টাকা দিতে হবে। এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৮টি বিভাগে মোট ৬৫৪ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

অনলাইনে ভর্তি বিষয়ক তথ্যাবলী http://www.duetbd.com/admission2017 পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।