ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুজিবনগর সরকার গঠিত না হলে বিজয় অর্জন বিলম্বিত হত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মুজিবনগর সরকার গঠিত না হলে বিজয় অর্জন বিলম্বিত হত

ঢাকা বিশ্ববিদ্যালয়: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত না হলে বাংলাদেশের বিজয় অর্জন বিলম্বিত হত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।

তা না হলে আমরা আরো পরে স্বাধীন হতাম। একাত্তরের ১৭ই এপ্রিলে প্রথম সরকার গঠন হওয়ার মাধ্যমে সে সময়ের নেতৃবৃন্দ যে পথ দেখিয়েছেন সে পথ আমাদের অনুসরণ করতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেমন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন।

উপাচার্য বলেন,  মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি ঐতিহাসিক দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করতে হবে। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বক্তব্য রাখেন। আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।