স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- গণিত বিভাগের মো. জসিম উদ্দিন ও ফারহানা আকন্দ প্রমি এবং ফলিত গণিত বিভাগের খাদিজা খাতুন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘২১তম এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম এবং ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, গণিত শিক্ষায় উৎকর্ষতা অর্জন করতে হবে। কারণ, বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। গণিত শিক্ষায় আগ্রহ বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর বিস্তার ঘটছে। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও গণিত বিভাগকে যৌথভাবে এ ধরনের আরও উদ্যোগ নিতে হবে। এটি গণিত শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরও মেধা বিকাশে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসকেবি/এএসআর