রোববার (২৩ এপ্রিল) মাউশির মাধ্যমিক শাখার এক আদেশে বলা হয়েছে, প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণে প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অনাপত্তি দিয়েছে।
তবে দু’টি জাতীয়করণ হওয়ায় ৪০টি এখন জাতীয়করণ হবে।
জাতীয়করণের জন্য প্রতিষ্ঠানের নাম প্রধানমন্ত্রীর অনুমোদন অনুযায়ী করতে হবে।
চলতি অর্থবছরের বাজেট সংশোধন চূড়ান্তকরণের কাজ চলায় এ অর্থবছরে আর জাতীয়করণ হবে না বলে মাধ্যমিকের আদেশে বলা হয়েছে।
আর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আদেশে ওইসব কলেজের রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল (ডিড অব গিফট) জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসক ছাড়াও এসব কলেজের অধ্যক্ষকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমআইএইচ/জেডএস