ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের অভিষেক অনুষ্ঠান রোববার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জাবিসাসের অভিষেক অনুষ্ঠান রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) বিদায়, অভিষেক ও বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ এপ্রিল) সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছি।

রোববার ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অভিষেক অনুষ্ঠান হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক মো. শাহেদুর রশিদ এবং দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।

প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগ ও জাবিসাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহায়তায় তিনজন সাংবাদিককে বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।