বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) আয়োজিত জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রচনা, সাধারণ জ্ঞান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক সাইফুল ইসলাম লিমন।
সংস্কৃতিকর্মী বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া ৬৬ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/