ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অর্থাভাবে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী জীবন সংকটে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
অর্থাভাবে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী জীবন সংকটে

সিলেট (শাবিপ্রবি): আর্থিক সংকটে এবং কিডনি জটিলতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান রনি। টাকার অভাবে অসুস্থ রনিকে নিয়ে দিশেহারা তার পরিবার।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনির দু’টি কিডনির ৯২ শতাংশই অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।

বর্তমানে রাজধানীর কিডনি ফাউন্ডেশনে তার চিকিৎসা চলছে।

রনিকে বাঁচাতে অতি দ্রুত কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। কিন্তু সেজন্যে প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা, যা রনির কৃষক বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব। এদিকে দ্রুত কিডনি প্রতিস্থাপন না করালে রনিকে বাঁচানো সম্ভব হবে না। তাকে বাঁচাতে অর্থ সংগ্রহে নেমেছে তার পরিবার ও সহপাঠীরা।

রনির জন্যে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: মাহফুজা রহমান, অ্যাকাউন্ট নম্বর-১৫৬১৫১০০১৭৯৭০৭, ডাচ বাংলা ব্যাংক, ময়মনসিংহ শাখা।

এছাড়া বিকাশ নম্বর ০১৭১৮৭১৯৭৪১ অথবা ০১৭১৮৭১৯৭৩ এ পাঠানো যাবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্ট, মে ০৯, ২০১৭
জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।