বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনির দু’টি কিডনির ৯২ শতাংশই অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।
রনিকে বাঁচাতে অতি দ্রুত কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। কিন্তু সেজন্যে প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা, যা রনির কৃষক বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব। এদিকে দ্রুত কিডনি প্রতিস্থাপন না করালে রনিকে বাঁচানো সম্ভব হবে না। তাকে বাঁচাতে অর্থ সংগ্রহে নেমেছে তার পরিবার ও সহপাঠীরা।
রনির জন্যে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: মাহফুজা রহমান, অ্যাকাউন্ট নম্বর-১৫৬১৫১০০১৭৯৭০৭, ডাচ বাংলা ব্যাংক, ময়মনসিংহ শাখা।
এছাড়া বিকাশ নম্বর ০১৭১৮৭১৯৭৪১ অথবা ০১৭১৮৭১৯৭৩ এ পাঠানো যাবে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্ট, মে ০৯, ২০১৭
জিপি/এসএইচ