ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে চায়নিজ ফর বিগেনার্স কোর্সের সার্টিফিকেট প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
আইইউবিতে চায়নিজ ফর বিগেনার্স কোর্সের সার্টিফিকেট প্রদান আইইউবিতে চায়নিজ ফর বিগেনার্স কোর্সের সার্টিফিকেট প্রদান

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র ‘আউটরিচ, এক্সটেনশন অ্যান্ড কনটিনিউয়িং এডুকেশন’ কর্মসূচির অধীনে ‘চায়নিজ ফর বিগেনার্স’ কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়েছে।

তিন মাস মেয়াদী কোর্সটি চলতি বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ মে শেষ হয়। আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও কোর্স শিক্ষক ড. সালেহউদ্দীন আহমেদ শিক্ষার্থীদের হাতে  সার্টিফিকেট তুলে দেন।

 

এই কোর্সে অংশগ্রহণকারীদের মৌলিক চায়নিজ ভাষা, চায়নিজ ব্যাকরণের সাধারণ নিয়ম, শব্দ ও উচ্চারণ সর্ম্পকে ধারণা দেওয়া হয়। সেইসঙ্গে চীনের ইতিহাস, সংস্কৃতি ও প্রথার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনলাইন সুবিধা সম্পন্ন ও পারস্পরিক অংশগ্রহণমূলক এই কোর্সে প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করা হয়।  

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।