বৃহস্পতিবার (১৮ মে) বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান এবং আমন্ত্রিত অতিথির ভাষণের মধ্য দিয়ে শেষ হয় দিনের প্রথম সেশন।
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সভাপতি এ কে এম শোয়েবের নেতৃত্বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি বের হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিত ইসমাত জেরিন বিনতে নিজামের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি এ কে এম শোয়েব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
বিতর্ক উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চু, জাতীয় টিভি বিতর্কে চ্যাম্পিয়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সহকারী পরিচালক আনিসুর রহমান, এনডিএফ বিডির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট তামজিদ আহমেদ প্রমুখ।
বিতর্ক উৎসবে শেষে শিক্ষার্থীদের বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন কর্তক সনদ প্রদান করা হবে। বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক ইত্তেফাক এবং চ্যানেল আই।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি/আরএ