মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ গাছের চারা রোপণ করা হয়। এসময় ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সাবেক ছাত্রকল্যাণ পরিচালক নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বটের চারা রোপণকারীদের মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী কামরুল হোসাইন বাংলানিউজকে বলেন, সম্প্রতি আমাদের ক্যাম্পাসের শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটি হঠাৎ উপড়ে পড়ে যায়। কৃষ্ণচূড়া গাছটির জায়গা খালি পড়ে থাকায় অামরা কয়েকজন মিলে বটের চারা রোপণের সিদ্ধান্ত নেই।
চলতি বছরের ১৭ মে দুপুরে জবির শান্ত চত্বরে বেড়ে ওঠা ঐতিহ্যবাহী শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটি আকস্মিক উপড়ে পড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১৭
ডিআর/এএটি/এএ