ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাছাইকৃত বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বাছাইকৃত বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি

রাজশাহী: বাছাইকৃত জেলা ও উপজেলার বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধ করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি।

সোমবার (১২ জুন) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।  

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন-অর-রশীদ ও সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গাজী ন‍ূর মোহাম্মদ পাটোয়ারী।

এ সময় অন্যদের মাঝে বিভাগীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলা উপজেলা পর্যায়ের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু তৃতীয় ধাপে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত বিদ্যালয়সমূহ বাদ দিয়ে গত ২৩ মার্চ ৩শ’ ৩টি বাতিলকৃত বিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়।

বিদ্যালয়সমূহকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বক্তারা। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন কমিটির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।