সোমবার (১২ জুন) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন-অর-রশীদ ও সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গাজী নূর মোহাম্মদ পাটোয়ারী।
এ সময় অন্যদের মাঝে বিভাগীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলা উপজেলা পর্যায়ের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু তৃতীয় ধাপে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত বিদ্যালয়সমূহ বাদ দিয়ে গত ২৩ মার্চ ৩শ’ ৩টি বাতিলকৃত বিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়।
বিদ্যালয়সমূহকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বক্তারা। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন কমিটির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসএস/বিএস