এদিন ক্লাস শুরুর আগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের এবং ট্রাস্ট কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক বিমল চন্দ (জীববিজ্ঞান বিভাগ), বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মফিজুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র প্রভাষক আবু বকর, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র প্রভাষক নাহিদা আক্তার এবং ভূগোল বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান ফারহানা আমিন পলি।
অনুষ্ঠান শেষে উপস্থিত নবাগত ছাত্রছাত্রী ও অভিভাবক এবং অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
পিআর/জেডএস